লোড হচ্ছে...

ভূমি উন্নয়ন কর (Land Development Tax)

ভূমি উন্নয়ন কর (Land Development Tax)

ভূমি সেবা সহায়তা কেন্দ্রে আপনাকে স্বাগতম

সরকারি অটোমেটেড ভূমি সেবা প্ল্যাটফর্মে আপনার হয়ে সেবার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা, আবেদনের সর্বশেষ অবস্থা জানানো এবং প্রযুক্তিগত জটিলতা নিরসনে আমরা নিয়োজিত।

নাগরিক ও সংস্থাসমূহ আমাদের সেন্টার থেকে ভূমি উন্নয়ন কর পরিশোধ ও অন্যান্য অনলাইন ভূমি সেবার বিষয়ে পূর্ণাঙ্গ টেকনিক্যাল সহায়তা গ্রহণ করতে পারবেন।

LD Tax Logo

নাগরিকের জন্য ভূমি উন্নয়ন কর নির্দেশিকা

নাগরিক নিবন্ধন ও লগইন

নাগরিক land.gov.bd পোর্টালে প্রবেশ করে মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করবেন। পরবর্তীতে মোবাইল নম্বর বা ই-মেইল ব্যবহার করে লগইন করবেন।

খতিয়ান ও হোল্ডিং যুক্তকরণ

'খতিয়ান' মেনু থেকে নতুন খতিয়ানের তথ্য এবং মালিকের ধরন (নিজ/উত্তরাধিকার) নির্বাচন করে আবেদন করতে হবে। অনুমোদিত হলে হোল্ডিং তালিকায় দেখা যাবে।

অনলাইন পেমেন্ট

হোল্ডিং এর বিস্তারিত অপশনে গিয়ে 'অনলাইন পেমেন্ট' বাটনে ক্লিক করে বিকাশ, নগদ, রকেট বা উপায়ের মাধ্যমে বকেয়া কর পরিশোধ করুন।

দাখিলা সংগ্রহ

পেমেন্ট সফল হলে 'দাখিলা' মেন্যু থেকে কিউআর কোডযুক্ত ডিজিটাল দাখিলা বা রসিদ ডাউনলোড ও প্রিন্ট করা যাবে।

সংস্থার জন্য ভূমি উন্নয়ন কর নির্দেশিকা

১. সংস্থার লগইন

সংস্থার প্রতিনিধি 'সংস্থা' অপশন নির্বাচন করে নিবন্ধিত মোবাইল নম্বর বা অফিসিয়াল ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে সিস্টেমে লগইন করবেন।

২. হোল্ডিং ব্যবস্থাপনা

ড্যাশবোর্ড থেকে সংস্থার মোট হোল্ডিং সংখ্যা, মোট দাবি এবং মোট দাখিলা দেখা যাবে। 'হোল্ডিং ট্রি' অপশন ব্যবহার করে প্যারেন্ট ও সাব-অর্গানাইজেশনের জমির তথ্য দেখা যাবে।

৩. পেমেন্ট রিকন্সিলেশন

ব্যাংক বা চালানের মাধ্যমে কর পরিশোধের পর 'পেমেন্ট রিকন্সিলেশন' অপশনে গিয়ে হোল্ডিং নম্বর, ট্রানজেকশন আইডি ও তারিখ দিয়ে যাচাই করে দাখিলা জেনারেট করা যায়।

৪. কর অব্যাহতি আবেদন

সরকারি বা ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে 'কর অব্যাহতি আবেদন' মেনু থেকে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে কর মওকুফের আবেদন করা যাবে।

৫. প্যারেন্ট ও অন্তর্ভুক্ত সংস্থা

একটি মূল প্রতিষ্ঠান (Parent) তার অধীনস্থ শাখা অফিসগুলোকে (Subsidiary) সিস্টেমে যুক্ত করতে পারে এবং কেন্দ্রীয়ভাবে সকল হোল্ডিং মনিটর করতে পারে।

ট্যাক্স ক্যালকুলেটর

এলাকা, মৌজা এবং জমির শ্রেণি নির্বাচন করে খুব সহজেই ভূমি উন্নয়ন করের পরিমাণ জেনে নিন।

চালান যাচাই

ব্যাংক বা অনলাইনে জমা দেওয়া চালানের সত্যতা যাচাই করতে 'চালান যাচাই' অপশন ব্যবহার করুন।

আপত্তি ও অভিযোগ

হোল্ডিং তথ্যে কোন ভুল থাকলে বা কর নিয়ে কোন অভিযোগ থাকলে অনলাইনে আপত্তি দাখিল করা যায়।

অনলাইন পেমেন্ট পার্টনারসমূহ

নিচের যেকোনো মাধ্যমের সাহায্যে ফি পরিশোধ করা যাবে:

নগদ বিকাশ রকেট উপায় এ-চালান

সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

ভূমি উন্নয়ন কর দেয়ার পর দাতা দাখিলা লাভ করেন। এই দাখিলা জমির মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ দলিল যা জমির নামজারি বা কেনা-বেচা এমনকি আরো ও অনেক ক্ষেত্রে দরকার হতে পারে।

অনলাইনে কর দেয়ার জন্য নিবন্ধিত প্রোফাইল থেকে খতিয়ান সংযুক্ত করে অনুমোদিত হওয়ার পর অনলাইন পেমেন্টের মাধ্যমে কর দিতে পারবেন।

সর্বোচ্চ তিন বছরের অগ্রীম কর প্রদান করা যাবে।

না, যেকোন সময়ই নিবন্ধন করা যাবে।

হ্যা, তবে শুধুমাত্র সরকারী সংস্থার ক্ষেত্রে ভূমি উন্নয়ন করের দাবী আংশিক আদায় করা যায়।

হ্যা, পারবে। আঞ্চলিক সংস্থা প্যারেন্ট সংস্থা অপশন হতে প্রধান শাখাকে আবেদন পাঠাতে পারবে এবং আবেদন গ্রহনের মাধ্যমে প্রধান সংস্থা আঞ্চলিক সংস্থার খাজনা প্রদান করতে পারবে।

ভূমি উন্নয়ন কর বা সংস্থা নিবন্ধনে সমস্যা হচ্ছে?

আপনার হোল্ডিং যুক্ত করতে বা ট্যাক্স দিতে আমাদের সহায়তা নিন।

যোগাযোগ করুন

আমাদের সাথে যোগাযোগ করুন

ঠিকানা
হ্যাপি স্মৃতি সড়ক, মহিলা কলেজ রোড, পঞ্চগড়।
মোবাইল
০১৮৭৭৬৬২৫৫৯
ইমেইল
lsfczone@gmail.com